
কলকাতা, ৩১ অক্টোবর (হি. স.) : অপরাজেয় বাংলা। অমৃতসরে শ্রী গুরু হরগোবিন্দ সাহিব ফুটবল স্টেডিয়ামে শুক্রবার ফের জিতল বাংলা দলের খেলোয়াড়রা। সাব জুনিয়র জাতীয় ফুটবলের আসর বসেছে সেখানেই। এইবারের প্রতিযোগিতায় অপরাজিত থেকে শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছে গেল বাংলা দল। শুক্রবার সুদূর পাঞ্জাবের মাটিতে গ্রুপ লিগের তৃতীয় ও শেষ ম্যাচে উত্তরপ্রদেশ'কে ৪ - ০ গোলের ব্যবধানে হারিয়ে দিয়েছে। এদিন বাংলার পক্ষে গোল করেছে - অধিনায়ক সাগ্নিক কুণ্ডু, ভোলা রাজোওয়ার, প্রিয়াংশু নস্কর ও সোহেল লস্কর। উল্লেখ্য, এই জয়ের ফলে একটানা তিন ম্যাচে জিতে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে পৌঁছেছে বাংলা দল। সুতরাং আগামী মঙ্গলবার সেমিফাইনালে বাংলা ও মণিপুর পরস্পরের মুখোমুখি হতে চলেছে| প্রসঙ্গত, প্রথম খেলায় কণাটককে ৩ গোলে এবং দ্বিতীয় খেলায় অসমকে ৪ গোলে হারায় বাংলার খেলোয়াড়রা। এপর্যন্ত কোনও গোল হয়নি বাংলার।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত