
মিলান, ৩১ অক্টোবর(হি.স.): গত সপ্তাহে ইগর তুদোরকে ছাঁটাই করে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। টানা ৮ ম্যাচে জয়হীন থাকার পর এই সিদ্ধান্ত নেয় ইতালির সবচেয়ে সফল ক্লাব জুভেন্তাস। তুদোরকে ছাঁটাইয়ের এক সপ্তাহের পর নতুন কোচ নিয়োগ নিল জুভেন্তাস। ইতালির জাতীয় দলের প্রাক্তন কোচ লুসিয়ানো স্প্যালেত্তিকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিল তুরিনের বুড়িরা।
জুভেন্টাস এক বিবৃতিতে জানিয়েছে, স্প্যালেত্তি সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি করেছে তাঁরা । স্প্যালেত্তির পারফরম্যান্সে ক্লাব সন্তুষ্ট হলে মেয়াদ বাড়ানোর সুযোগও থাকবে।৬৬ বছর বয়সি স্প্যালেত্তি ইতালির জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে নাপোলি, রোমা, ইন্টার মিলানসহ বেশ কয়েকটি ক্লাবের কোচ ছিলেন। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ এর জুন পর্যন্ত তিনি ইতালি জাতীয় দলের দায়িত্বে ছিলেন। ইতালির মিলানে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্প্যালেত্তি বলেন, ‘জুভেন্টাসের মতো দলের দায়িত্ব পাওয়া যেকোনও কোচের জন্য বড় সম্মান।'
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি