রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা ও ত্রিপুরা মুখোমুখি আগরতলায়
আগরতলা, ৩১ অক্টোবর (হি. স.) : মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আগামীকাল রনজি ট্রফি ক্রিকেটের খেলা। বাংলা ও ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে। এই মুহূর্তে বাংলা দল ঘরের মাঠেই একটানা দুই খেলায় জিতে ১২ পয়েন্ট ঝুলিতে ভরেছে। আ্যওয়ে ম্যাচ খেলতে নামছে শনিবার
আগরতলায় অনুশীলনে বাংলার খেলোয়াড়রা


আগরতলা, ৩১ অক্টোবর (হি. স.) : মহারাজা বীর বিক্রম স্টেডিয়ামে আগামীকাল রনজি ট্রফি ক্রিকেটের খেলা। বাংলা ও ত্রিপুরা পরস্পরের মুখোমুখি হবে। এই মুহূর্তে বাংলা দল ঘরের মাঠেই একটানা দুই খেলায় জিতে ১২ পয়েন্ট ঝুলিতে ভরেছে। আ্যওয়ে ম্যাচ খেলতে নামছে শনিবার। প্রথম সারির তিন ক্রিকেটারের অনুপস্থিতি যদিও ভাবিয়ে তুলেছে। উল্লেখ্য, উত্তরাখন্ড ও গুজরাটের বিরুদ্ধে যে প্রথম একাদশ ছিল এবার তা হচ্ছে না। উইনিং কম্বিনেশন ছাড়া নামবে বাংলা দল, বললেন প্রধান কোচ লক্ষীরতন শুক্লা। গত দুদিন আগে পৌঁছেই পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় প্রস্তুত বাংলা। আত্মবিশ্বাসী কোচ বলেন, সুদীপ চ্যাটার্জির চোট। ব্যাটিংয়ে অভিমন্যু ও সুদীপের অভাব থাকবে। স্পিনার শাহবাজ ও দলের বাইরে। উভয়েই ইন্ডিয়া - 'এ' দলে ঢুকেছে। পরিবর্তে বিশাল ভাতি অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে, ঘরের মাঠে বাড়তি সুবিধা পাবে ত্রিপুরা দল। অন্যদিকে, বদল করা হয়েছে বাংলার দলনেতা। নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরণের বদলে অভিষেক পোড়েল-এর অভিষেক হতে চলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande