শনিবার ভি.ভি.এস. লক্ষণ এর জন্মদিন
হায়দরাবাদ, ৩১ অক্টোবর(হি.স.): ভাঙ্গিপুরাপ্পু বেংকাট সাই লক্ষ্মণ। ১৯৭৪ সালে ১ নভেম্বর শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের জন্মগ্রহণ করেন তিনি। তিনি ভি.ভি.এস. লক্ষ্মণ নামেই বেশি পরিচিত। তিনি ভারতীয় ক্রিকেটের একজন নির্ভরশীল ব্যাটসম্যান ছিলেন। ২০০১-এর ই
আগামীকাল ভারতীয় ক্রিকেটের কৃতি ব্যাটসম্যান ভি ভি এস লক্ষণ এর জন্মদিন


হায়দরাবাদ, ৩১ অক্টোবর(হি.স.): ভাঙ্গিপুরাপ্পু বেংকাট সাই লক্ষ্মণ। ১৯৭৪ সালে ১ নভেম্বর শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদের জন্মগ্রহণ করেন তিনি। তিনি ভি.ভি.এস. লক্ষ্মণ নামেই বেশি পরিচিত। তিনি ভারতীয় ক্রিকেটের একজন নির্ভরশীল ব্যাটসম্যান ছিলেন। ২০০১-এর ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮১ করা তাঁর রান সর্বকালের সেরা টেস্ট ইনিংস হিসাবে বিবেচিত হয়।

ক্রিকেটে তাঁর অবদানের জন্য অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন ২০০১ সালে 'অর্জুন' পুরস্কার, ২০১১ সালে 'পদ্মশ্রী', ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। তিনি এমন কয়েকজন খেলোয়াড়ের মধ্যে পড়েন যিনি ক্রিকেট বিশ্বকাপে কখনও না খেলে ১০০ টেস্ট খেলেছেন।তিনি প্রথম শ্রেণীর ক্রিকেটে হায়দারবাদের প্রতিনিধিত্ব করেছেন, ইংলিশ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরসুমে তিনি ডেকান চার্জার্স দলের অধিনায়কত্ব করেন।পরে তিনি কোচি টাস্কারস দলের হয়ে খেলেছিলেন। তিনি ক্রিকেট কোচিংয়ের সংস্থা 'আইএমডিআই - আই এম দ্যা আই' সঙ্গে যুক্ত আছেন। ২০০২ সালে, উইজডেনের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের মধ্যে তিনি একজন ছিলেন। ২০১২ সালে, লক্ষ্মণ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বর্তমানে তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করছেন। কেরিয়ারে তিনি ১৩৪টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান করেছেন ৮৭৮১। সেঞ্চুরি করেছেন ১৭ টি আর অর্ধ সেঞ্চুরি রয়েছে ৫৬ টি। আর একদিনের ম্যাচ খেলেছেন ৮৬ টি। রান করেছেন ২৩৩৮। সেঞ্চুরি রয়েছে ছটি এবং অর্ধ সেঞ্চুরি রয়েছে দশটি।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande