অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলাদের ওয়ানডেতে ১০০০ রান করা দ্বিতীয় ভারতীয় হলেন স্মৃতি মান্ধানা
মুম্বই , ৩১ অক্টোবর(হি.স.): ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা দেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলাদের ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২
অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলাদের ওয়ানডেতে ১০০০ রান করা দ্বিতীয় ভারতীয় হলেন স্মৃতি মান্ধানা


মুম্বই , ৩১ অক্টোবর(হি.স.): ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা দেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলাদের ওয়ানডেতে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করলেন। বৃহস্পতিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ভারতের মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫ সেমিফাইনালে এই মাইলফলক স্পর্শ করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান। অসিদের বিপক্ষে দ্রুততম চার অঙ্কের রান করা স্মৃতি এই তালিকায় ভারতের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজের সঙ্গে যোগ দিলেন, যার ৩৭ ইনিংসে ১১২৩ রান। তিনি এই কৃতিত্ব অর্জনকারী দশম খেলোয়াড়ও হয়েছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে মহিলাদের ওয়ানডেতে ১০০০ প্লাস রান করার রেকর্ড গড়েন যেসব খেলোয়াড়-

**ডেবি হকলি (নিউ জিল্যান্ড) - ৫১ ইনিংসে ১৬৬৪ রান

**অ্যামি স্যাটার্থওয়েট (নিউ জিল্যান্ড) - ৪৫ ইনিংসে ১৪৭৫ রান

**সুজি বেটস (নিউ জিল্যান্ড) - ৩৫ ইনিংসে ১১৭৩ রান

**হাইদি টিফেন (নিউ জিল্যান্ড) - ৫০ ইনিংসে ১১৩১ রান

**মিতালি রাজ (ভারত) - ৩৭ ইনিংসে ১১২৩ রান

**ন্যাট সায়ভার-ব্রান্ট (ইংল্যান্ড) - ২৬ ইনিংসে ১১২০ রান

**শার্লট এডওয়ার্ডস (ইংল্যান্ড) - ৪৩ ইনিংসে ১০৯২ রান

**নিকোলা ব্রাউন (নিউ জিল্যান্ড) - ৪৯ ইনিংসে ১০৮৩ রান

**এমিলি ড্রাম (নিউ জিল্যান্ড) - ৪৩ ইনিংসে ১০৫০ রান

**স্মৃতি মান্ধানা (ভারত)- ২১ ইনিংসে ১০০০ রান

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande