
নাগপুর, ৩১ অক্টোবর (হি. স.) : মহিলা অনূর্ধ্ব - ১৯, টি ২০ ট্রফি ত্রিপুরাকে হারাল বাংলার মেয়েরা। শুক্রবার প্রথম ব্যাটিং বাংলার এবং তাদের দলগত স্কোর এর - ৪/১৮১ রান। এদিন নির্ধারিত সময়ের খেলায় ও ২০ ওভারে তা সংগ্রহ করে খেলোয়াড়রা। তৃষিতা সরকার সর্বাধিক রান করে। সে ৪১ বলে ৮২ রান তোলে। প্রিয়াঙ্কা গোলদার - ৩৭ বলে অপরাজিত ৫১ রান করেছে। এর প্রত্যুত্তরে ত্রিপুরা দলের মেয়েরা বাংলার বিরুদ্ধে রুখে দাঁড়াতেই পারে নি। ১৫.৩ ওভারে দলগতভাবে তাদের সংগ্রহ ৯ উইকেট হারিয়ে সর্বসাকুল্যে মাত্র ৩০ রান। বাংলার দাপুটে বোলারদের মধ্যে এদিনের খেলায় একনজরে উল্লেখযোগ্য - প্রতিভা মান্ডি নমস্কার - ৩/৫, জাহ্নবী রাজ পাসোয়ান - ২/৫ এবং দিয়া নন্দী - ২/২ বল হাতে নজর কেড়েছে ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত