গাজা, ৪ অক্টোবর (হি. স.) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বোমাবর্ষণ বন্ধ করতে বলার মাত্র কয়েক ঘণ্টা পরই গাজায় ফের হামলা চালাল ইজরায়েলি সেনা।
জানা গেছে, এতে ৭ জন নিহত হয়েছেন। বাকি পণবন্দিদের মুক্তি দেওয়ার বিষয়ে রাজি হয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া বেশিরভাগ প্রস্তাব মেনে নিতেও সম্মত হয়েছে তারা। সেকারণে গাজায় বোমাবর্ষণ বন্ধের জন্য নেতানিয়াহুর কাছে আর্জি জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তার পরও নেতানিয়াহুর বাহিনী শনিবার ভোর থেকে গাজা সিটিতে বিমান হামলা চালিয়েছে। গোলাবর্ষণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘এটি ছিল খুবই ভয়ংকর রাত। রাতে ইজরায়েলি সেনাবাহিনী গাজা শহর এবং উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলা ও কামান থেকে গোলাবর্ষণ চালিয়েছে। রাতভর হামলায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে।’
হিন্দুস্থান সমাচার / সোনালি