ফ্লোরিডা, ৫ অক্টোবর (হি.স.): পরপর দুই ম্যাচের ব্যর্থতা ঘুচিয়ে জয়ে ফিরলো ইন্টার মায়ামি। লিওনেল মেসির তিনটি অ্যাসিস্টে নিউ ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারাল মায়ামি।
মেজর সকার লিগে (এমএলএস) রবিবার ৪-১ ব্যবধানে জিতলো মায়ামি। দলকে জয় এনে দেওয়ার পথে দুটি করে গোল করেছেন তাদেও অ্যায়েন্দে ও জর্দি আলবা। গোল না পেলেও তিনটি অ্যাসিস্ট করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মেসি।
আগের দুই ম্যাচে টরন্টোর বিপক্ষে ১-১ সমতার পর চিকাগোর বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরেছিল মায়ামি। এর ফলে এমএলএসে ব্যাকফুটে পড়ে গিয়েছিল মায়ামি। তবে দলের ছন্দপতন স্থায়ী হয়নি। আধিপত্য দেখিয়ে নিউ ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলেন মেসিরা। ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৫টি শট নেয় তারা। যার ৮টিই ছিল লক্ষ্য বরাবর।
এ জয়ে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে মেসিরা। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্স টেবিলের শীর্ষে অবস্থান করছে ফিলাডেলফিয়া। ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি।
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি