ইংলিশ প্রিমিয়ার লিগ: হলান্ডের গোলে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি
ম্যানচেস্টার, ৬ অক্টোবর (হি.স.): প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রবিবার ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সিটি। নবম মিনিটে আর্লিং হলান্ডের দারুণ এক গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। লিগে এই নিয়ে টানা পাঁচ
ইংলিশ প্রিমিয়ার লিগ: হলান্ডের গোলে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি


ম্যানচেস্টার, ৬ অক্টোবর (হি.স.): প্রিমিয়ার লিগে শিরোপা পুনরুদ্ধারের অভিযানে রবিবার ব্রেন্টফোর্ডের মাঠে ১-০ গোলে জিতেছে সিটি।

নবম মিনিটে আর্লিং হলান্ডের দারুণ এক গোলে ব্রেন্টফোর্ডকে হারিয়ে

জয়ের পথে ফিরল পেপ গুয়ার্দিওলার দল।

লিগে এই নিয়ে টানা পাঁচ ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত ম্যাচে জালের দেখা পেলেন হলান্ড। এবারের লিগে ৭ ম্যাচে তার গোল হলো ৯টি, সব মিলিয়ে ৯ ম্যাচে ১২টি।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে গত বুধবার মোনাকোর বিপক্ষে হলান্ডের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েও, শেষ দিকে গোল খেয়ে পয়েন্ট হারিয়েছিল সিটি।

সাত মাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে সিটি।

সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লিভারপুল। সমান ১৪ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে টটেনহ্যাম হটস্পার ও বোর্নমাউথ।

আর সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে ব্রেন্টফোর্ড।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande