বক্স অফিসে বাজিমাত কান্তারা চ্যাপ্টার ১ এর
মুম্বই, ৬ অক্টোবর (হি.স.) : সম্প্রতি ঋষভ শেঠি পরিচালিত কান্তারা চ্যাপ্টার ১ মুক্তি পেয়েছে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের মন ছুঁয়েছে। বক্স অফিসের তরফে জানা গেছে, ছবিটি প্রথম আয় করেছে ৬১.৮৫ কোটি টাকা , দ্বিতীয় দিনে ৪৫.৪ কো
বক্স অফিসে বাজিমাত কান্তারা চ্যাপ্টার ১


মুম্বই, ৬ অক্টোবর (হি.স.) : সম্প্রতি ঋষভ শেঠি পরিচালিত কান্তারা চ্যাপ্টার ১ মুক্তি পেয়েছে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকের মন ছুঁয়েছে। বক্স অফিসের তরফে জানা গেছে, ছবিটি প্রথম আয় করেছে ৬১.৮৫ কোটি টাকা , দ্বিতীয় দিনে ৪৫.৪ কোটি এবং তৃতীয় দিনে আয় করেছে ৫৫ কোটি টাকা। মোট ১২৫ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি ইতিমধ্যেই ছাড়িয়েছে ২২৩.২৫ কোটির গন্ডি।

উল্লেখ্য , ২০২২ সালের সুপারহিট ছবি কান্তারা-র প্রিক্যুয়েল কান্তারা চ্যাপ্টার ১। প্রথম ছবিটি ১৫ কোটির বাজেটে তৈরি হলেও মুক্তির পর ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করে ৪০০ কোটি টাকা। তবে এবারে ঋষভ শেঠি কেবল প্রধান চরিত্রেই অভিনয় করেননি, বরং ছবিটির পরিচালক এবং সহ-প্রযোজক হিসেবেও কাজ করেছেন। কান্তারা চ্যাপ্টার ১ মুক্তির প্রথম দিনেই নির্মাতারা আনুষ্ঠানিকভাবে এর সিক্যুয়েল কান্তারা চ্যাপ্টার ২ এর মুক্তির ঘোষণা করেছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande