সানি সংস্কার কি তুলসী কুমারী : চারদিনে ছবির মোট আয় ৩০ কোটি টাকা
মুম্বই ,৬ অক্টোবর (হি.স.) : শশাঙ্ক খৈতান পরিচালিত রোমান্টিক কমেডি ছবি সানি সংস্কার কি তুলসী কুমারী মুক্তি পেয়েছে ২ অক্টোবর। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। মুক্তির দ্বিতীয় দিনে আয়ের গতি কমলেও সপ্তাহের
সানি সংস্কার কি তুলসী কুমারী : চারদিনে ছবির মোট আয় ৩০ কোটি টাকা


মুম্বই ,৬ অক্টোবর (হি.স.) : শশাঙ্ক খৈতান পরিচালিত রোমান্টিক কমেডি ছবি সানি সংস্কার কি তুলসী কুমারী মুক্তি পেয়েছে ২ অক্টোবর। এই ছবিতে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন অভিনেতা বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুর। মুক্তির দ্বিতীয় দিনে আয়ের গতি কমলেও সপ্তাহের শেষে ফের ছন্দে ফিরছে আয়। বক্স অফিসের তরফে জানানো হয়েছে , ছবিটি প্রথম দিনে আয় করেছে ৯.২৫ কোটি টাকা , দ্বিতীয় দিনে ৫.৫ কোটি টাকা , তৃতীয় দিনে আয় করেছে ৭.৫ কোটি টাকা।

পরিচালক - প্রযোজক মহলের তরফে জানা গেছে , ছবিটির মোট বাজেট ৮০ কোটি টাকা। তবে মুক্তির পর থেকে চার দিনে ছবিটি মাত্র ৩০ কোটি টাকা আয় করেছে। তাই আগামী দিনেও কতটা আয়ের ধারা বজায় থাকছে সেটাই লক্ষ্যণীয় বিষয়। ছবিতে বরুণ ধাওয়ান এবং জাহ্নবী কাপুরের পাশাপাশি অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা, রোহিত সারাফ এবং মনীশ পালের মতো কলা কুশলীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande