টি-টোয়েন্টি সিরিজ: আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
শারজা, ৬ অক্টোবর (হি.স.): আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা। এর আগে ২০২৩ সালে হোম সিরিজে তাদের ২-০ তে হারায় লাল-সবুজরা। অবশ্য আফগানরাও একবার ৩-০ তে বাংলাদেশকে হোয়াই
টি-টোয়েন্টি সিরিজ: আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ


শারজা, ৬ অক্টোবর (হি.স.):

আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা। এর আগে ২০২৩ সালে হোম সিরিজে তাদের ২-০ তে হারায় লাল-সবুজরা। অবশ্য আফগানরাও একবার ৩-০ তে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল।২০১৮ সালে ভারতের দেরাদুনে বাংলাদেশকে ৩-০ তে হারিয়েছিল তারা।

এ নিয়ে চতুর্থবারের মতো টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয় দুই দল। একটি সিরিজ ড্র হয়। ফলে ২-১-এ এগিয়ে থাকল বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচের মোকাবিলায় ৯ জয় নিয়ে এগিয়ে থাকল বাংলাদেশ, আফগানদের জয় ৭টি।

গতকাল শারজায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বোলারদের কল্যাণে ১৪৪ রানের সহজ টার্গেট পায় বাংলাদেশ। এরপর সাইফ হাসানের ফিফটিতে ভর করে ২ ওভার হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ।

সাইফ হাসান ৩৮ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১০ রান করে অপরাজিত থাকেন নুরুল হাসান সোহান।

আবুধাবিতে বুধবার শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তিনটি ম্যাচই হবে আবুধাবিতে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande