উদ্ধার এভারেস্টের তুষার ঝড়ে আটক পর্বতারোহীরা
বেজিং, ৬ অক্টোবর (হি.স.): তিব্বতের দিক দিয়ে মাউন্ট এভারেস্টের পূর্ব অভিমুখে ওঠার যে পথ রয়েছে, রবিবার থেকে আচমকাই তুষার ঝড় শুরু হয়েছিল সেখানে। আটকে পড়েছিলেন পাঁচশোরও বেশি পর্বতারোহী। সোমবার চিনের তরফে জানানো হয়েছে, তাঁদের মধ্যে অন্তত ৩৫০ জন পর্বতারোহী
উদ্ধার এভারেস্টের তুষার ঝড়ে আটক পর্বতারোহীরা


বেজিং, ৬ অক্টোবর (হি.স.): তিব্বতের দিক দিয়ে মাউন্ট এভারেস্টের পূর্ব অভিমুখে ওঠার যে পথ রয়েছে, রবিবার থেকে আচমকাই তুষার ঝড় শুরু হয়েছিল সেখানে। আটকে পড়েছিলেন পাঁচশোরও বেশি পর্বতারোহী। সোমবার চিনের তরফে জানানো হয়েছে, তাঁদের মধ্যে অন্তত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অন্তত ২০০ জনের অবস্থান চিহ্নিত করা গিয়েছে। খুব শীঘ্রই তাঁদেরও উদ্ধার করে নামিয়ে আনা সম্ভব হবে। যাঁদের উদ্ধার করা হয়েছে, তাঁদের সবাইকে কোয়াডাং নামে একটি শহরে রাখা হয়েছে। উদ্ধারকারীরা তাঁদের নামিয়ে আনার পরে আপাতত সুস্থ রয়েছেন পর্বতারোহীরা।

উল্লেখ্য, অক্টোবর মাসে এভারেস্টে এই ধরনের আবহাওয়া খুবই বিরল বলে জানাচ্ছেন আবহবিদেরা। নেপালের দিক দিয়ে এভারেস্টে ওঠার যে রাস্তা রয়েছে, সেখানকার আবহাওয়াও খারাপ হতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। পর্বতারোহীদের একাংশ জানাচ্ছেন, স্বাভাবিকের তুলনায় এবার অনেক বেশি ঠান্ডা আবহাওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande