ইসলামাবাদ, ৭ অক্টোবর (হি.স.): পাকিস্তানে ফের টার্গেট পাকিস্তানে ফের টার্গেট জাফর এক্সপ্রেস। মঙ্গলবার পাকিস্তানের সিন্ধু-বালোচিস্তান সীমানার সুলতানকোট এলাকায় হামলার মুখে পড়েছে এই ট্রেনটি। রেলের লাইনে বিস্ফোরক বেঁধে রাখা ছিল। বিস্ফোরণের অভিঘাতে লাইন থেকে ছিটকে পড়েছে কোয়েত্তাগামী জাফর এক্সপ্রেসের একাধিক কামরা। বিস্ফোরণে জাফর এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হয়ে যায়, সাতজন আহত হয়েছেন। সিন্ধুর শিকারপুর জেলার সুলতান কোটের কাছে সোমারওয়াহের কাছে এই বিস্ফোরণ ঘটে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা