উজবেকিস্তানের কোচ হলেন ইতালির বিশ্বকাপ জয়ী তারকা
তাশখন্দ, ৭ অক্টোবর (হি.স.): আগামী বছর ফুটবল কাপ। সেই বিশ্বকাপে খেলবে উজবেকিস্তান। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলবে তারা। তার আগে দলকে তৈরি করতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। ৫
উজবেকিস্তানের কোচ হলেন ইতালির বিশ্বকাপ জয়ী তারকা


তাশখন্দ, ৭ অক্টোবর (হি.স.): আগামী বছর ফুটবল কাপ। সেই বিশ্বকাপে খেলবে উজবেকিস্তান। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলবে তারা। তার আগে দলকে তৈরি করতে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইতালির হয়ে ২০০৬ সালে বিশ্বকাপ জেতা অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো। ৫২ বছর বয়সি ইতালির প্রাক্তন ডিফেন্ডার ক্যানাভারো ২০০৬ সালে ইতালিকে নেতৃত্ব দিয়েছেন। সোমবার তাঁকে নিযুক্ত করার কথা জানিয়েছেন উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশন। ইতালির হয়ে বিশ্বকাপ জেতা ক্যানাভারো দেশের হয়ে সব মিলিয়ে ১৩৬ ম্যাচ খেলেছেন।

ক্রোয়েশিয়ার ক্লাব দিনামো জাগ্রেবের সবশেষ দায়িত্ব পালন করেছেন তিনি। সেখানে বেশি দিন কোচিং করেননি। মাত্র চার মাস ক্লাবটির হয়ে কোচিং করেছেন। গত এপ্রিলে ক্লাবটির সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় তাঁর। এর আগে চীন ও সৌদি আরবের ক্লাবে কোচিং করিয়েছেন ক্যানাভারো।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande