(আপডেট) চার ঘণ্টা বন্ধ থাকার পর সচল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ
ঢাকা, ৭ অক্টোবর (হি.স.): চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। সিলেটের মোগলাবাজারে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়‌টি নি‌শ্চি
(আপডেট) চার ঘণ্টা বন্ধ থাকার পর সচল সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ


ঢাকা, ৭ অক্টোবর (হি.স.): চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সচল হয়েছে। সিলেটের মোগলাবাজারে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উদয়ন এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। পরে সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার।

উল্লেখ্য, সিলেটের মোগলাবাজার এলাকায় ‘উদয়ন এক্সপ্রেস’ লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে যাত্রা করেছিল। মোগলাবাজার স্টেশনের কাছে এলে উদয়ন এক্সপ্রেসের লোকোমোটিভ-সহ একাধিক বগি লাইনচ্যুত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande