নয়াদিল্লি, ৮ অক্টোবর ( হি. স.): প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাম বিলাস পাসোয়ানের প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। প্রয়াত রাম বিলাস পাসোয়ান তাঁর সারাজীবন সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে গেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। ছাত্রজীবন থেকেই সামাজিক ন্যায় এবং বঞ্চিত মানুষের অধিকার রক্ষার পক্ষে তিনি সওয়াল করে গেছেন বলেও মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। জনজীবনে প্রয়াত রামবিলাস পাসোয়ানের অবদান দেশ কখনও ভুলবে না বলে স্বরাষ্ট্র মন্ত্রী মন্তব্য করেছেন।
এই মর্মে এক্স পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক