সিডনি, ৮ অক্টোবর (হি.স.): বিশ্ব ক্রিকেটের বিখ্যাত ব্যাটসম্যান সবচেয়ে বয়স্ক জীবিত অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার, নীল হার্ভে বুধবার ৯৭ বছর বয়সে পা রাখলেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে দীর্ঘজীবী ক্রিকেটার, হার্ভে ডন ব্র্যাডম্যানের বিখ্যাত ইনভিন্সিবলসের শেষ জীবিত সদস্য।
১৯২৮ সালের ৮ অক্টোবর ভিক্টোরিয়ায় জন্মগ্রহণকারী এই বাঁ-হাতি ব্যাটসম্যান ১৯৪৮ থেকে ১৯৬৩ সালের মধ্যে ৭৯টি টেস্ট খেলে ৪৮.৪১ গড়ে ৬,১৪৯ রান করেন। ৩০৬টি প্রথম-শ্রেণীর খেলায়, হার্ভে ২১,০০০-এরও বেশি রান করেন এবং গড়ে ৫০-এরও বেশি রান করেছেন।
হার্ভির সবচেয়ে উল্লেখযোগ্য অর্জনগুলির মধ্যে একটি হল ১৯৫২-৫৩ মরসুমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর অসাধারণ ফর্ম, যেখানে তিনি নয় ইনিংসে ৮৩৪ রান সংগ্রহ করেছিলেন। সেই সিরিজে তাঁর রান সংগ্রহ এখনও একক সিরিজে একজন ব্যাটসম্যানের জন্য চতুর্থ সর্বোচ্চ। ১৯৪৯-৫০ মরসুমে দক্ষিণ আফ্রিকা সফরে হার্ভি পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছিলেন এবং মোট ৬৬০ রান করেছিলেন।
প্রকৃতপক্ষে, হার্ভে তাঁর প্রথম ১৩টি টেস্ট ম্যাচে ছয়টি সেঞ্চুরি করেছিলেন এবং ১৯ বছর ১২১ দিনে, ১৯৪৮ সালে মেলবোর্নে ভারতের বিপক্ষে ১৫৩ রানের ইনিংস খেলে টেস্টে সর্বকনিষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে সেঞ্চুরি করেছিলেন। অবসর গ্রহণের পর, হার্ভে ১২ বছর ধরে জাতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০০০ সালে অস্ট্রেলিয়ান হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি