রসায়নে নোবেল পুরস্কার যৌথভাবে পেলেন তিন জন
নয়াদিল্লি ও স্টকহোম, ৮ অক্টোবর (হি.স.): ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা হল। যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তিন জন। সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ বিষয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি বলে জানানো হয়েছে। ন
রসায়নে নোবেল পুরস্কার যৌথভাবে পেলেন তিন জন


নয়াদিল্লি ও স্টকহোম, ৮ অক্টোবর (হি.স.): ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার ঘোষণা হল। যৌথভাবে এই পুরস্কার পেয়েছেন তিন জন। সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন এবং ওমর এম ইয়াঘি। ‘মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস’ বিষয়ে গবেষণার জন্য এই স্বীকৃতি বলে জানানো হয়েছে।

নোবেল কমিটি এই আবিষ্কারকে আণবিক স্থাপত্য হিসেবে অভিহিত করেছে। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই তিন বিজ্ঞানী এমন কাঠামো তৈরি করেছেন, যেখানে অণুগুলির মধ্যে বৃহৎ ফাঁকা স্থান রয়েছে। এই ফাঁকা স্থানগুলোর মধ্য দিয়ে গ্যাস এবং অন্যান্য রাসায়নিক পদার্থ প্রবাহিত হতে পারে। সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই তিন বিজয়ীর নাম ঘোষণা করে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande