মুম্বই, ৮ অক্টোবর (হি.স.): ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার। দু’দিনের সফরে বুধবার সকালে মুম্বইয়ে এসে পৌঁছন স্টার্মার। ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এই প্রথমবার ভারতে এলেন তিনি। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান মহারাষ্ট্রের রাজ্যপাল আচার্য দেবব্রত। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও অজিত পওয়ার।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়ওসয়াল এক্স মাধ্যমে জানিয়েছেন, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারকে উষ্ণ অভ্যর্থনা! বিমানবন্দরে মহারাষ্ট্র ও গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত তাঁকে স্বাগত জানান। এটি প্রধানমন্ত্রী স্টার্মারের প্রথম ভারত সফর। এই সফর আমাদের শক্তিশালী ও গতিশীল ভারত-ব্রিটেন অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করে।
ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ভারতে স্বাগত জানিয়ে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, স্বাগত প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ব্রিটেনের সবচেয়ে বড় বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে আপনার ঐতিহাসিক প্রথম ভারত সফরে স্বাগত। একটি শক্তিশালী, পারস্পরিকভাবে সমৃদ্ধ ভবিষ্যতের আমাদের ভাগ করা দৃষ্টিভঙ্গি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীকাল আমাদের বৈঠকের অপেক্ষায় রয়েছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা