ডিজিটাল কানেক্টিভিটি প্রত্যেক ভারতীয়র জীবনের অবিচ্ছেদ্য অংশ : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ভারতে ডিজিটাল কানেক্টিভিটি এখন আর কোনও সুবিধা অথবা বিলাসিতা নয়। এটি এখন প্রত্যেক ভারতীয়র জীবনের অবিচ্ছেদ্য অংশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করার পর প্র
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): ভারতে ডিজিটাল কানেক্টিভিটি এখন আর কোনও সুবিধা অথবা বিলাসিতা নয়। এটি এখন প্রত্যেক ভারতীয়র জীবনের অবিচ্ছেদ্য অংশ। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার দিল্লির যশোভূমিতে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ভারত নিজস্ব মেড ইন ইন্ডিয়া ৪জি স্ট্যাক চালু করেছে। এটি দেশের জন্য বড় স্বদেশী প্রাপ্তি। একইসঙ্গে ভারত এই ক্ষমতার অধিকারী বিশ্বের মাত্র পাঁচটি দেশের তালিকায় যোগ দিয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এবং টেলিকম সেক্টরে দেশের সাফল্য আত্মনির্ভর ভারত দৃষ্টিভঙ্গির শক্তিকে প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর কথায়, আমাদের স্টার্টআপগুলি আর্থিক জালিয়াতি প্রতিরোধ, ৬জি, অপটিক্যাল কমিউনিকেশন এবং সেমিকন্ডাক্টরের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উপস্থাপন করেছে। এই গুরুত্বপূর্ণ উপস্থাপনাগুলি দেখে, এটি স্পষ্ট যে ভারতের প্রযুক্তিগত ভবিষ্যত সক্ষম হাতে। আমি এই সমস্ত উদ্যোগের জন্য আমার শুভেচ্ছা জানাই।'

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande