বায়ুসেনা সর্বদা সাহস, অঙ্গীকার ও উৎকর্ষতা প্রদর্শন করে এসেছে : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বায়ুসেনা দিবসে সাহসী বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, ভারতীয় বায়ুসেনা সর্বদা সাহস, অঙ্গীকার ও উৎকর্ষতা প্রদর্শন করে এস
রাষ্ট্রপতি


নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): বায়ুসেনা দিবসে সাহসী বাহিনীর জওয়ানদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ এক বার্তায় রাষ্ট্রপতি উল্লেখ করেছেন, ভারতীয় বায়ুসেনা সর্বদা সাহস, অঙ্গীকার ও উৎকর্ষতা প্রদর্শন করে এসেছে। বায়ুসেনা দিবসে সমস্ত বিমান যোদ্ধা, প্রবীণ সৈনিক এবং তাঁদের পরিবারবর্গকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি।

এক্স মাধ্যমে রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনা সর্বদা সাহস, অঙ্গীকার ও উৎকর্ষতা প্রদর্শন করে এসেছে। আমাদের বিমান যোদ্ধারা আমাদের আকাশ রক্ষা করে ও দুর্যোগ এবং মানবিক অভিযানের সময় অক্লান্ত নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে। আমাদের বায়ুসেনা শক্তি এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি দিয়ে দেশকে গর্বিত করেছে। ভবিষ্যতের সমস্ত প্রচেষ্টায় সাফল্যের জন্য আমি ভারতীয় বায়ুসেনাকে আমার শুভেচ্ছা জানাই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande