মুম্বই , ৮ অক্টোবর ( হি. স.): সনম তেরি কসম এর পর আবারও পর্দায় ফিরছেন অভিনেতা হর্ষবর্ধন রানে । তাঁর নতুন ছবি এক দিওয়ানে কি দিওয়ানিয়তের ট্রেলার সমাজ মাধ্যমে মুক্তি পাওয়ার পরই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা । ২১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি । প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন সোনম বাজওয়া ও হর্ষবর্ধন রানে, যা এবারের সবথেকে বড় আকর্ষণ । ইতিমধ্যেই দিওয়ানে কি দিওয়ানিয়তের টাইটেল ট্র্যাক সহ আরও দুটি গান মুক্তি পেয়েছে সমাজ মাধ্যমে । মিলাপ জাভেরির পরিচালিত এই রোমান্টিক ছবি দর্শকদের মন জয় করবে বলেই আশা রাখছে পরিচালক - প্রযোজক মহল ।
উল্লেখ্য, ২১ নভেম্বর দিওয়ানে কি দিওয়ানিয়তের সঙ্গে মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা এবং রশ্মিকা মান্দানা অভিনীত ছবি থাম্মা। তাই বক্স অফিসে এই দুই ছবির জোর টক্করের সম্ভাবনা রয়েছে প্রবলভাবে ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক