কাটরা, ৮ অক্টোবর (হি.স.): আবহাওয়ার উন্নতি হতেই ফের শুরু হল মাতা বৈষ্ণো দেবী যাত্রা। খারাপ আবহাওয়ার পূর্বাভাসের জন্য বিগত তিন দিন স্থগিত ছিল মাতা বৈষ্ণো দেবী যাত্রা। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হয়েছে, রোদের দেখা মিলেছে। আবহাওয়ার উন্নতি হতেই আবারও শুরু হয়েছে বৈষ্ণো দেবী যাত্রা।
উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের বিভিন্ন বৃষ্টি হয়েছে। আবার উঁচু পাহাড়ে তুষারপাত হয়েছে। খারাপ আবহাওয়ার জন্যই বিগত তিন দিন স্থগিত ছিল মাতা বৈষ্ণো দেবী যাত্রা। আর বুধবার আবহাওয়ার উন্নতি হতেই পুনরায় শুরু হয়েছে বৈষ্ণো দেবী যাত্রা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা