সোনিপত, ৯ অক্টোবর (হি.স.) : হরিয়ানার সোনিপতে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার রাতের এই দুর্ঘটনায় প্রাণ হারায় ২ জন। গুরুতর আহত আরও ৫ জন। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর প্রদেশের বাগপত জেলার দোঝা গ্রামের কয়েকজন সবজি ব্যবসায়ী দিল্লির আজাদপুর মান্ডিতে যাচ্ছিলেন ট্রাকে। পথে ট্রাকটির টায়ার লিক হলে ট্রাকটি দাঁড় করিয়ে সরিয়ে কাজ করছিলো । ঠিক তখনই দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে সজোরে ধাক্কা মারে। এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের নাম সাকিব (১৮) ও অক্ষয় (১৬), ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে রোজুদ্দিন, কাশিক, অরুণ, আসিফ ও আরিফকে প্রথমে সোনিপত জেলা হাসপাতাল থেকে পরে পিজিআই রোহতকে স্থানান্তর করা হয়। ঘাতক ট্রাক চালক পলাতক। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য