ইন্দোর, ৯ অক্টোবর (হি.স.) : মধ্যপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনা। দুটি গাড়ির সংঘর্ষে আগুন। প্রাণ হারিয়েছেন ৪ জন। বুধবার গভীর রাতে ইন্দোর-খলঘাট মহাসড়কে নানদের সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর একটি গাড়িতে আগুন ধরে যায়, যাতে গাড়ির মধ্যে থাকা দুজন জীবন্ত অবস্থায় পুড়ে মারা যান। আরও তিনজন গুরুতরভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধামনোদ থেকে মানপুরগামী একটি মারুতি ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে মারুতি ভ্যানে আগুন ধরে যায়। মৃতদের মধ্যে মানপুরের পলক সিংভাল (৩৪) ও কমলেশ গুর্জর আগুনে পুড়ে মারা যান। ধামনোদের রবীন্দ্র লক্ষ্মণ ও অপর এক অজ্ঞাতপরিচয় ব্যক্তিও ঘটনাস্থলেই প্রাণ হারান।
আহত গোলু (২৫), চেতন (২০) ও সঞ্জয় (২২)-কে হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য