ঝাড়্গ্রাম, ৯ অক্টোবর ( হি. স. ): মাঠের পাশে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করল লালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় থানার বেলাটিকরী এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় মানুষজনেরা জঙ্গলের পাশে জমিতে একটি কঙ্কাল পড়ে থাকতে দেখেন। এরপর লালগড় থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গিয়েছে গত ৩১ মে থেকে বেলাটিকরী গ্রামের মানসিক ভারসাম্যহীন বছর উনিশের বিবেক বায়েন নামে এক যুবক নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজনে লালগড় থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন৷ কিন্তু কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ওই কঙ্কালটি বিবেক বায়েনের। পুলিশ জানিয়েছে ডিএনএ টেষ্ট করার পর জানা যাবে কঙ্কালটি কার।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো