গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০:৩০টায় ঘোষণা হবে ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন’ (এডিআরই)-এর গ্ৰেড থ্ৰি-র ফলাফল। ঘোষণাটি গোটা অসম জুড়ে হাজারো সরকারি শূন্যপদ পূরণের জন্য রাজ্য স্তরের নিয়োগ কমিশন (স্টেট-লেভেল রিক্রুটমেন্ট কমিশন, সংক্ষেপে এসএলআরসি)-এর গৃহীত বৃহৎ মাপের নিয়োগ অভিযানের একটি বড় পদক্ষেপ।
আজ বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা তাঁর অফিশিয়াল এক্স-এ এই ঘোষণা করেছেন। পরীক্ষায় যে সকল প্রার্থী অবতীৰ্ণ হয়েছিলেন তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা।
এদিকে এসএলআরসি-র আধিকারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল ১০ অক্টোবর সকাল ১০:৩০টায় চাকরিপ্রার্থীরা বিভাগীয় অফিশিয়াল ওয়েবসাইট slrcg3.sebaonline.org এবং www.sebaonline.org-এ তাঁদের ফলাফল দেখতে পারবেন। একবার ফলাফলের লিংকটি সক্রিয় হয়ে গেলে ওয়েবসাইটে ফলাফলগুলি অ্যাক্সেসের পাশাপাশি প্রার্থীরা তাঁদের আবেদন নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ ব্যবহার করে লগ ইন করতে হবে।
প্রসঙ্গত, রাজ্য সরকারের ৭,৬৫০টি শূন্য পদের জন্য অনুষ্ঠিত হয়েছিল ‘আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এগজামিন্যাশন’।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস