নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): ভারত সফরে এলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। ভারতের প্রতিবেশী এই দেশে তালিবান ক্ষমতা দখলের পর এই প্রথম কাবুল থেকে ভারতে এলেন সে দেশের কোনও মন্ত্রী। ৬ দিনের এই সফরে বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করবেন মুত্তাকি। মুত্তাকি–কে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স মাধ্যমে জানান, আফগানিস্তানের বিদেশমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকিকে নতুন দিল্লিতে আগমনের জন্য উষ্ণ স্বাগত জানাই৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা