আমবাসা (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার আমবাসা মহকুমা শাসকের আচরণে ক্ষোভ ছড়িয়েছে মহকুমার কর্মচারী মহলে। অভিযোগ, কিছুদিন অন্তরই কর্মচারীদের প্রতি অমানবিক ব্যবহার করছেন মহকুমা শাসক রিংকু রিয়াং।
জানা গেছে, শিক্ষক সুশেন বৈদ্য বর্তমানে বি.এল.ও. হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মহকুমা শাসক তাঁকে একের পর এক অতিরিক্ত দায়িত্ব দিয়ে মানসিক চাপ বাড়িয়ে দেন। অতিরিক্ত চাপের কারণে অসুস্থ হয়ে পড়েন সুশেন বৈদ্য এবং কিছুদিন শিলচরে চিকিৎসাধীন ছিলেন।
বাড়ি ফিরে কাজে যোগ দেওয়ার পর আবারও অপমানের শিকার হন তিনি। অভিযোগ, মহকুমা শাসক সরকারি হোয়াটসঅ্যাপ গ্রুপে সুশেন বৈদ্যকে নাটক মঞ্চস্থ করছেন বলে কটাক্ষ করেন এবং বৃহস্পতিবারের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেন। পরে সেই বার্তাগুলি ডিলিট করে শিক্ষককে গ্রুপ থেকে সরিয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার স্ত্রীকে নিয়ে অফিসে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুশেন বৈদ্য। পরে সহকর্মীরা তাঁকে ধলাই জেলা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ