ভাঙড়ে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ, আটক এক আই এস এফ কর্মী
দক্ষিণ ২৪ পরগনা, ৯ অক্টোবর (হি.স): ২০২৬ –এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। সেখানে তৃণমূল ও আইএসএফের মধ্যে লাগাতার বিবাদ, অশান্তি লেগেই রয়েছে। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার চণ্
ভাঙড়ে তৃণমূলের পতাকা পোড়ানোর অভিযোগ, আটক এক আই এস এফ কর্মী


দক্ষিণ ২৪ পরগনা, ৯ অক্টোবর (হি.স): ২০২৬ –এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে। সেখানে তৃণমূল ও আইএসএফের মধ্যে লাগাতার বিবাদ, অশান্তি লেগেই রয়েছে। বৃহস্পতিবার সকালে ভাঙড়ের উত্তর কাশিপুর থানার চণ্ডীহাট এলাকায় তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পুনরায় অশান্তি বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়। এই ঘটনায় এক আইএসএফ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তৃণমূলের অভিযোগ, আই এস এফ কর্মীরা তৃণমূলের দলীয় পতাকায় আগুন ধরিয়ে দিয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন আই এস এফ কর্মীরা। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এলাকার তৃণমূল নেতা মহসিন মোল্লা বলেন, “ আই এস এফ বরাবরই নোংরা রাজনীতি করে। আজ আমাদের দলের পতাকা পুড়িয়েছে এই আইএসএফের লোকজন। হাতেনাতে একজনকে ধরে ফেলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। শান্ত এলাকাকে অশান্ত করার পরিকল্পনা করছে ওরা।” যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকার আই এস এফ নেতৃত্ব। জেলা পরিষদের সদস্য তথা এলাকার আই এস এফ নেতা রাইনুর হক বলেন, “ নিজেরাই নিজেদের দলীয় পতাকা ছিঁড়ে, পুড়িয়ে আমাদের বদনাম করছে। পুলিশ প্রশাসনকে দিয়ে ভোটের আগে আই এস এফ কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে জেল বন্দি করতে চাইছে তৃণমূল। এ সব চক্রান্ত।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande