পাটনা, ৯ অক্টোবর (হি.স.): বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এনডিএ সরকারের বিরুদ্ধে অভিযোগপত্র প্রকাশ করল কংগ্রেস। চার্জশিট প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, অশোক গেহলট, ভূপেশ বাঘেল, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ নেতারা।
কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট এদিন বলেছেন, এখানে পরিস্থিতি সত্যিই খুব নাজুক। এখানে কোনও শাসন নেই, সেখানে অপশাসন আছে। তেজস্বী যাদব এবং আমাদের নেতা একে অপরের সঙ্গে কথা বলছেন এবং সব সিদ্ধান্ত দু-একদিনের মধ্যে হয়ে যাবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা