লখনউ, ৯ অক্টোবর (হি.স.): আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে একাই লড়বে বিএসপি, জানিয়ে দিলেন মায়াবতী। বৃহস্পতিবার তিনি জানান, আগামী বিধানসভা নির্বাচনে বিএসপির জোটে লড়ার কোনও সম্ভাবনা নেই।
লখনউয়ে একটি কর্মসূচিতে এদিন বক্তব্য রাখতে গিয়ে মায়াবতী বলেন, অতীতে জোট কেবল অংশীদার দলগুলিকে সাহায্য করেছে, কিন্তু বিএসপি নিজস্ব ভোট-ভিত্তির পারস্পরিক সমর্থন পায়নি। তিনি বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে স্পষ্ট করে বলতে চাই, যখনই আমাদের দল জোটবদ্ধভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে, বিশেষ করে উত্তর প্রদেশে, আমরা উল্লেখযোগ্য কিছু লাভবান হইনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ