‘‘বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন” : শুভেন্দু
কলকাতা, ৯ অক্টোবর, (হি.স.): খগেন মুর্মূর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন!’’ বৃহস্পতিবার বিধানসভা ভবনে এসেছিলেন শুভেন্দু। সেখানেই তাঁকে বিজেপি সাংসদের উপর হামলার ঘটনা সম্প
‘‘বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন” : শুভেন্দু


কলকাতা, ৯ অক্টোবর, (হি.স.): খগেন মুর্মূর উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার এক প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘‘বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন!’’

বৃহস্পতিবার বিধানসভা ভবনে এসেছিলেন শুভেন্দু। সেখানেই তাঁকে বিজেপি সাংসদের উপর হামলার ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রসঙ্গেই এসেছিল বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্যপালের সাক্ষাতের প্রসঙ্গ।

এই ঘটনার ক্ষেত্রে রাজ্যপালের ‘ভূমিকা’ নিয়ে তাঁর মতামত জানতে চাওয়ায় শুভেন্দু বলেন, ‘‘বেঙ্গল ওয়ান্ট অ্যাকশন! এখন সাংবিধানিক ভাবে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে।’’

শুভেন্দুবাবুর বক্তব্য, মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের মৃত্যুর ঘটনার পর রাজ্যপাল বলেছিলেন, এর পরে কোনও ‘অপ্রীতিকর’ ঘটনা ঘটলে তিনি সাংবিধানিক ভাবে কড়া ব্যবস্থা নেবেন।

বিরোধী দলনেতার কথায়, ‘‘তাই আমরা তাঁর কাছে সদর্থক পদক্ষেপের আশা করছি।’’ বস্তুত, শুভেন্দু এমনও বলেন যে, আইনশৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত। ফলে এ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছু করণীয় নেই।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande