কাটিহার, ৯ অক্টোবর (হি.স.): প্রায় ৬ কোটি টাকা খরচ করে সেতু নির্মাণ হয়েছিল বিহারের কাটিহার জেলায় দন্তখোদা ব্লকে। কিন্তু কাজ শুরু হওয়ার চার বছর পরেও এটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। কারণ সেতুর সংযোগকারী রাস্তাটিই তৈরি হয়নি। বন্যাপ্রবণ গ্রামগুলির সঙ্গে দূরত্ব ঘোচাতে সেতুটি নির্মিত হয়। কিন্তু সেতুটির একপাশে শুধু খেতজমি। জমি অধিগ্রহণের কিছু কাজ বাকি। ফলে সংযোগ তৈরি করা যাচ্ছে না। সেতুর কাছাকাছি ১০-১২টি গ্রাম রয়েছে। স্থানীয়রা বলছেন, জেলা সদরের সঙ্গে সেগুলির যোগাযোগ উন্নত হত সেতুটি চালু হলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ