কোরবা, ৯ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের কোরবা জেলায় এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, বুধবার রাতে কাটঘোড়া থানার অন্তর্গত লক্ষ্মণপুর এলাকায়।দুর্ঘটনায় প্রাণ হারায় এক বাইকআরোহী। আহত আরও একজন। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম ওমপ্রকাশ গুপ্ত (৩৫)। তিনি জাটগার বাসিন্দা । বুধবার রাতে লক্ষ্মণপুরের এক পেট্রোল পাম্পের সামনে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয় । ঘটনাস্থলে প্রাণ হারায় বাইক চালক। বাইকের পিছনে বসা আরোহী আহত হন । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপতালে পাঠায় । এবং আহত ব্যক্তিকে স্থানীয় হাসপতালে পাঠায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন