পশ্চিম মেদিনীপুর, ৯ অক্টোবর (হি.স.) : পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি এলাকায় বৃহস্পতিবার দুপুরে এক যাত্রিবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫ জন যাত্রী। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাগ্রস্ত বাসটি মেদিনীপুর থেকে বাঁকুড়ার সারেঙ্গার দিকে যাচ্ছিল। ভাদুতলা পেরিয়ে চিংড়িশোলের এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় বাস ও ট্রাকের । এলাকায় পৌঁছনোর পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে থাকা গার্ডওয়ালে ধাক্কা মেরে পরে সরাসরি বাসটিকে ধাক্কা দেয়। এরপর দু’টি যানই রাস্তার পাশের একটি গাছে গিয়ে ধাক্কা খায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ আহতের অবস্থা স্থিতিশীল হলেও দু’জনের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার কারণ হিসেবে মনে করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য