হাইলাকান্দিতে এনডিআরএফ-এর বিপর্যয় মোকাবিলার মহড়া
হাইলাকান্দি (অসম) ৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তৰ্গত কালিনগর ও মনাছড়ায় এনডিআরএফ বাহিনী আজ বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত দুটি মকড্রিল (মহড়া) পরিচালনা করেছে। এনডিআরএফ-এর ফার্স্ট ব্যাটালিয়ন এবং হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাব
মনাছড়ার জওহর নবোদয় বিদ্যালয়ে‌ এনডিআরএফ-এর মহড়া


অগ্নিকাণ্ড নির্বাপন সংক্রান্ত সচেতনতা


হাইলাকান্দি (অসম) ৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তৰ্গত কালিনগর ও মনাছড়ায় এনডিআরএফ বাহিনী আজ বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত দুটি মকড্রিল (মহড়া) পরিচালনা করেছে।

এনডিআরএফ-এর ফার্স্ট ব্যাটালিয়ন এবং হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে ফেমেক্স শীৰ্ষক এক কর্মসূচির অধীনে কালিনগর হাসপাতালে আয়োজিত মকড্রিলে হাসপাতালটির সেফটি অডিট পরীক্ষা করে দেখা হয়। মনাছড়ার জওহর নবোদয় বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বিভিন্ন উপদেশ দিয়েছেন সংশ্লিষ্ট দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ।

পাশাপাশি অগ্নিকাণ্ড সংক্রান্ত দুর্যোগ দেখা দিলে তা থেকে উদ্ধার ও ত্রাণ সম্পর্কে মহড়া প্রদর্শন করা হয়েছে আজ। এতে বিদ্যালয়টির এনসিসি ক্যাডেটরাও অংশগ্রহণ করেছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande