রঞ্জন প্রসাদের জীবনচিত্রের প্রদর্শন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সভাগৃহে
কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): সুর আর জীবনের মেলবন্ধনে তৈরি বিশিষ্ট ব্যক্তি রঞ্জন প্রসাদের অনবদ্য পথচলা এবার ফুটে উঠলো ‘লাইফ ইজ আ ব্যালাড’ নামক জীবনচিত্রে। বুধবার সন্ধ্যায় গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হলে অনুষ্ঠিত হয় এই জীব

রঞ্জন



রঞ্জন


কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): সুর আর জীবনের মেলবন্ধনে তৈরি বিশিষ্ট ব্যক্তি রঞ্জন প্রসাদের অনবদ্য পথচলা এবার ফুটে উঠলো ‘লাইফ ইজ আ ব্যালাড’ নামক জীবনচিত্রে। বুধবার সন্ধ্যায় গোলপার্কের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের শিবানন্দ হলে অনুষ্ঠিত হয় এই জীবনচিত্রের চতুর্থ প্রদর্শনী। ‘সিনেমা ফর আ কজ’-এর উদ্যোগে নির্মিত প্রায় ১ ঘণ্টারও বেশি সময়ের এই জীবনচিত্র পরিচালনা ও চিত্রগ্রহণ করেছেন অভিষেক গাঙ্গুলি। চিত্রনাট্য লিখেছেন অরুন্ধতী চৌধুরী এবং সম্পাদনা করেছেন শান্তনু বর্মন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের কিউরেটর সায়ক চক্রবর্তী এবং অন্যান্য তরুণ সংগীত শিল্পীরা। এদিন রঞ্জন প্রসাদ বলেন, “এই জীবনচিত্রটি পরবর্তী প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ হয়ে উঠবে।” পরিচালক অভিষেক গাঙ্গুলি জানান, রঞ্জন প্রসাদের জীবনের প্রতিটি অধ্যায় গল্পের আকারে তুলে ধরা হয়েছে। এদিন রঞ্জন প্রসাদ সমবেত সঙ্গীত ‘প্রান্তে ওই সুদূর’ পরিবেশন করেন অন্যান্য সংগীত শিল্পীদের সঙ্গে।

প্রসঙ্গত, রঞ্জন প্রসাদের সুর, দর্শন ও জীবনের অনুপ্রেরণাদায়ক মুহূর্তগুলিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে এই জীবনচিত্র, যা ইতিমধ্যেই ইউটিউবেও দেখা যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande