পার্শ্বশিক্ষকদের নবান্ন অভিযানে ‘পুলিশি বাধা’, ধর্মতলায় ধুন্ধুমার
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য
10 Oct 2025
কলকাতা, ১০ অক্টোবর (হি.স.): শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে শনিবার পর্যন্ত দক্ষিণের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি চলতে পারে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়াতে। ..
09 Oct 2025
ঝাড়্গ্রাম, ৯ অক্টোবর ( হি. স. ): মাঠের পাশে জঙ্গল থেকে কঙ্কাল উদ্ধার করল লালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামের লালগড় থানার বেলাটিকরী এলাকায়। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন সকালে স্থানীয় মানুষজনেরা জঙ্গলের পাশে জমিতে একটি..
হাইলাকান্দি (অসম) ৯ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলার অন্তৰ্গত কালিনগর ও মনাছড়ায় এনডিআরএফ বাহিনী আজ বৃহস্পতিবার বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত দুটি মকড্রিল (মহড়া) পরিচালনা করেছে। এনডিআরএফ-এর ফার্স্ট ব্যাটালিয়ন এবং হাইলাকান্দি জেলা দুর্যোগ মোকাব..
সাব্রুম (ত্রিপুরা), ৯ অক্টোবর (হি.স.) : শ্যামাপূজার আবাহনে এবার এক অন্যরকম আনন্দ ও গর্বে ভাসছে দক্ষিণ ত্রিপুরার সীমান্ত শহর সাব্রুম। কারণ, এই প্রথমবার ত্রিপুরা সরকারের আনুষ্ঠানিক ক্যালেন্ডার প্রোগ্রামে স্থান পেল সাব্রুমের ঐতিহ্যবাহী দ্বৈত্যেশ্বরী ..
Copyright © 2017-2024. All Rights Reserved Hindusthan Samachar News Agency
Powered by Sangraha