গুয়াহাটি, ৯ অক্টোবর (হি.স.) : ১৭ জন অনুগামীকে সঙ্গে নিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন এককালে অসমের দাপুটে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাঁই। আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে বিজেপির অসম রাজ্য সদর দফতর অটলবিহারী বাজপেয়ী ভবনে এসে দলের প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়াকে সম্বোধন করে লেখা তাঁর পদত্যাগপত্রটি জনৈক পদাধিকারীর হাতে তুলে দিয়েছেন রাজেন।
অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়াকে সম্বোধন করা লেখা চিঠিতে রাজেন গোহাঁই দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা করার পাশাপাশি অবিলম্বে কার্যকরযোগ্য সমস্ত সাংগঠনিক দায়িত্ব ত্যাগ করেছেন।
দলীয় সূত্রের খবর, রাজেন গোহাঁই ছাড়া আরও ১৭ জন বিজেপি সদস্য আজ প্রদেশ সভাপতি দিলীপ শইকিয়ার উদ্দেশ্য লেখা চিঠিতে তাঁরা দল থেকে পদত্যাগ করেছেন বলে ঘোষণা করেছেন। পদত্যাগকারীদের অধিকাংশই উজান ও মধ্য অসমের।
অসম প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি রাজেন গোহাঁই অসমের নগাঁও লোকসভা আসনে টানা চারবার বিজয়ী হয়ে সাংসদ হয়েছিলেন। নগাঁওয়ে তিনি ছিলেন অপ্ৰতিরোধ্য নেতা। নরেন্দ্র মোদীর প্রথম মেয়াদে তিনি রেল দফতরের প্রতিমন্ত্রী ছিলেন।
এদিকে অসমৰ্থিত এক সূত্ৰের খবর, বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আঞ্চলিক দল অসম জাতীয় পরিষদ-এ যোগদান করতে পারেন রাজেন গোহাঁই।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস