চুরি যাওয়া সামগ্রী সহ আগরতলায় গ্রেফতার চার কুখ্যাত চোর
আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : রাজধানীতে ধারাবাহিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। এক অভিযানে পুলিশ আটক করেছে চার কুখ্যাত চোর ও ছিনতাইবাজকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১টি মোবাইল ফোন, একটি স্কুটার, নগদ পাঁচ হাজার ট
চার চোর গ্রেফতার


আগরতলা, ৯ অক্টোবর (হি.স.) : রাজধানীতে ধারাবাহিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় বড় সাফল্য পেল পশ্চিম আগরতলা থানার পুলিশ। এক অভিযানে পুলিশ আটক করেছে চার কুখ্যাত চোর ও ছিনতাইবাজকে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১১টি মোবাইল ফোন, একটি স্কুটার, নগদ পাঁচ হাজার টাকা এবং চুরি যাওয়া ঠাকুরের পূজার বাসনপত্র।

ধৃতদের নাম শাহিদ মিয়া, দেবাশীষ সরকার, অমৃত রায় এবং রাকেশ দাস। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় এই তথ্য জানান।

তিনি বলেন, গত ২৭ সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে রাজধানীর ভাটি অভয়নগর বিবেকানন্দ ক্লাব সংলগ্ন এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক বাদল চক্রবর্তীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়। তদন্তের সূত্র ধরে দলটি রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, ধৃতরা উদ্ধার করা স্কুটারে চেপে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চুরি ও ছিনতাইয়ের কাজ করত। বৃহস্পতিবারই তাদের আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়েছে।

পশ্চিম থানার পুলিশ ইতিমধ্যেই একটি মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande