কলকাতা, ৯ অক্টোবর, (হি.স.): “এসআইআরের কাজ শুরু হওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী কীভাবে ওই কথা বললেন?” বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর বলেছেন, দেড় কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। তাঁর এই মন্তব্যকে হুমকির সুর ধরে মমতার প্রশ্ন, “সব কিছুর পিছনে কি মীরজাফরের সিদ্ধান্ত? উনি যা বলবেন, তাই হবে? আপনারা বাংলার বকেয়া দেন না, বাংলাকে সবক্ষেত্রে বঞ্চিত করেন আর ভোট এলেই আপনাদের টাকা বেরয়!
মুখ্যমন্ত্রী বলেন, “মনে রাখবেন, বাংলায় প্রতিটি সম্প্রদায়ের মানুষ লড়াকু। তাঁরা লড়াই করে ঠিক নিজেদের অধিকার বুঝে নেবে। আপনারা তাঁদের দমিয়ে রাখতে পারবেন না।” উল্লেখ্য, বুধবারই অমিত শাহকে ‘মীরজাফর’ বলে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও ফের সেকথাই বললেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত