মথুরাপুর, ৯ অক্টোবর (হি.স.) : পেটের টানে দুই বছর আগে ইরাকে পাড়ি দিয়েছিলেন দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহাকুমা থেকে ১১ জন পরিযায়ী শ্রমিক, ২ বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর থেকেই শুরু হয় তাঁদের দুর্দশা। অভিযোগ, ইরাকের কারখানার মালিকপক্ষ শ্রমিকদের আটকে রাখে, মজুরি বন্ধ করে দেয় এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন চালায়। আট মাস ধরে পরিবারের সঙ্গে তাঁদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ঘটনাটি প্রকাশ্যে আসে। ভিডিওতে শ্রমিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিরাপদে দেশে ফেরার আর্জি জানান। বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। দলীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ান এবং তাঁদের দেশে ফেরানোর জন্য সর্বাত্মক পদক্ষেপ শুরু হয়।
এরই মধ্যে শ্রমিকদের মধ্যে মফিজুল মণ্ডল দেশে ফিরে এসেছেন। বাকি শ্রমিকরা সেখ আমিনুদ্দিন, শেখ মুকেলেসু, সূর্যদেব, সাধন বিশ্বাস সহ মোট ১১ জন ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় দেশে ফেরার প্রক্রিয়ায় রয়েছেন।
বৃহস্পতিবার সাংসদ বাপি হালদার নিজের সাংসদ কার্যালয়ে শ্রমিকদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। তিনি জানান, যত দ্রুত সম্ভব সমস্ত পরিযায়ী শ্রমিককে দেশে ফেরানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। পরিবারগুলির আবেগঘন প্রতিক্রিয়া “তৃণমূল আমাদের এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে, এখন শুধু চাই আমাদের প্রিয়জনরা নিরাপদে বাড়ি ফিরুক।” স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, এই সংকটের সময়ে তৃণমূল নেতৃত্বই তাঁদের ভরসার জায়গা হয়ে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা