”বেড়ে খেলবেন না”, মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি মমতার
কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): ”বেড়ে খেলবেন না, দুর্নীতির অনেক অভিযোগ আছে, সময় হলে ঠিক প্রকাশ করব।” বৃহস্পতিবার এই ভাষাতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম না করে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্য সফরে এস
”বেড়ে খেলবেন না”, মুখ্য নির্বাচনী আধিকারিককে হুঁশিয়ারি মমতার


কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): ”বেড়ে খেলবেন না, দুর্নীতির অনেক অভিযোগ আছে, সময় হলে ঠিক প্রকাশ করব।” বৃহস্পতিবার এই ভাষাতেই মুখ্য নির্বাচনী আধিকারিকের নাম না করে হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই মুহূর্তে রাজ্য সফরে এসেছে নির্বাচন কমিশনের এক প্রতিনিধিদল। রয়েছেন নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ ভারতী। তাঁরা বৃহস্পতিবার কোলাঘাটে গিয়ে বিএলও-দের ডেকে বৈঠক করেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী নিশানা করেন মুখ্য নির্বাচন কমিশনারকে। তাঁর প্রশ্ন, এখন তো ভোট নয়।

নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, “এখনও কমিশনের অধীনে যায়নি রাজ্য। তবে কেন বিএলও-দের নিয়ে বৈঠক করছেন?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande