কলকাতা, ৯ অক্টোবর (হি.স.): প্রায় ৪০ মিনিট পরিষেবা ব্যাহত হওয়ার পর স্বাভাবিক হলো মেট্রো চলাচল। নোয়াপাড়া স্টেশন সংলগ্ন অংশে দক্ষিণেশ্বরমুখী আপ লাইনের কাছে বৃহস্পতিবার বিকেল ৩টে ২০ মিনিট নাগাদ একটি গাছ ভেঙে পড়ায় প্রায় ৪০ মিনিট মেট্রো পরিষেবা ব্যাহত হয়। এই ঘটনায় বেশ কিছু ট্রেন দমদম স্টেশনে থমকে থাকায় পরিষেবা বিলম্বিত হয়। বেশ কিছুক্ষণ বন্ধ ছিল ওই লাইনটি। জানা গেছে, এদিন বিকেল ৪টে নাগাদ ওই পথে মেট্রো চলাচল ফের স্বাভাবিক হয়।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গেছে, এদিন বিকেলে ওই লাইনের উপর গাছ পড়ে যায়। বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালানো হয়। পরে তৎপরতার সঙ্গে গাছ কেটে সরানোর ব্যবস্থা করা হয়। এরপর ফের চালু হয় মেট্রো।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ