মুম্বই, ৯ অক্টোবর (হি.স.): মুম্বইয়ের রাজভবনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বৃহস্পতিবার মুম্বইয়ে প্রতিনিধি-পর্যায়ের বৈঠক করেছেন। এরপর যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী স্টারমারের নেতৃত্বে ভারত ও ব্রিটেনের সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই জুলাই মাসে, আমার ব্রিটেন সফরের সময় আমরা ঐতিহাসিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি স্বাক্ষর করি।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ও ব্রিটেন প্রাকৃতিক অংশীদার। গণতন্ত্র, স্বাধীনতা ও আইনের শাসনের মতো মূল্যবোধে পারস্পরিক আস্থা আমাদের সম্পর্কের ভিত্তি। বিশ্বব্যাপী অস্থিতিশীলতার বর্তমান যুগে, ভারত এবং ব্রিটেনের মধ্যে এই ক্রমবর্ধমান অংশীদারিত্ব বিশ্বব্যাপী স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়েছে। আজকের বৈঠকে আমরা ইন্দো-প্যাসিফিক, পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এবং ইউক্রেন সংঘাত নিয়ে আলোচনা করেছি। ইউক্রেন সংঘাত এবং গাজার ইস্যুতে, ভারত আলোচনা এবং কূটনীতির মাধ্যমে শান্তির জন্য সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমরা সামুদ্রিক নিরাপত্তা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা