নয়াদিল্লি, ৯ অক্টোবর (হি.স.): লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা কমনওয়েলথ দেশগুলির সাংসদদের প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ডিজিটাল বিভাজন সারানোর সময় কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল এবং নৈতিক ব্যবহার প্রচার করার আহ্বান জানিয়েছেন। বার্বাডোসে ৬৮-তম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনের সভাপতিত্বে তিনি এ কথা বলেন। বিড়লা বলেছেন, সহযোগিতা এবং জ্ঞান ভাগ করে নেওয়ার মাধ্যমে, এটি নিশ্চিত করা যেতে পারে যে প্রযুক্তি একটি সেতু হয়ে ওঠে, বাধা নয়। তিনি আরও উল্লেখ করেছেন, প্রযুক্তিগত অগ্রগতি এবং ই-পার্লামেন্টের প্রয়োগ ভারতের সংসদীয় গণতন্ত্রের কার্যাবলীতে বড় ধরনের পরিবর্তন এনেছে।
আসন্ন ডিজিটাল উদ্যোগের কথা বলতে গিয়ে বিড়লা বলেন, ডিজিটাল সংসদ উদ্যোগের আওতায় সংসদ একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করেছে যা সাংসদ, মন্ত্রক এবং নাগরিকদের একক ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সংযুক্ত করে। তিনি বলেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ৫জি বাজার হয়ে উঠেছে এবং ৬জি-তেও সক্রিয় প্রচেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা