হরিয়ানায় গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তি
ঝাজ্জর, ৯ অক্টোবর (হি.স.) : হরিয়ানার ঝাজ্জরে এক পথ দুর্ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে, ঝাজ্জরের বাইপাস রোডে । দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয় । বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম হরিশ মাতনহাইল (৩২) । তিনি ঝাজ্জরের বেরি গেট এলাকার ব
হরিয়ানায় গাড়ির ধাক্কায় মৃত এক ব্যক্তি


ঝাজ্জর, ৯ অক্টোবর (হি.স.) : হরিয়ানার ঝাজ্জরে এক পথ দুর্ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে, ঝাজ্জরের বাইপাস রোডে । দুর্ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয় । বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম হরিশ মাতনহাইল (৩২) । তিনি ঝাজ্জরের বেরি গেট এলাকার বাসিন্দা । তিনি হরিয়ানা স্কিল এমপ্লয়মেন্ট কর্পোরেশনের অধীনে মাতনহাইলের কমিউনিটি হেলথ সেন্টারে কাজ করতেন । হাসপাতালে কাজ শেষে বাইকে বাড়ি ফিরছিলেন। ঝাজ্জর শহরের বাইরে বাইপাস রোডে পৌঁছানোর সময় একগাড়ির ধাক্কায় তাঁর মৃত্যু হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পরে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় । পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande