মুম্বই, ৯ অক্টোবর (হি.স.): ভারত গণতন্ত্রের জননী, বৃহস্পতিবার গ্লোবাল ফিনটেক ফেস্টে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে গ্লোবাল ফিনটেক ফেস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ৫ বছর আগে, যখন গ্লোবাল ফিনটেক ফেস্টিভ্যাল শুরু হয়েছিল, সেই সময় বিশ্ব এক বৈশ্বিক মহামারীর সঙ্গে লড়াই করছিল। এখন এই উৎসব আর্থিক উদ্ভাবন এবং আর্থিক সহযোগিতার জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এবার, ব্রিটেন এই অনুষ্ঠানে অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। বিশ্বের দুটি বৃহৎ গণতন্ত্রের মধ্যে অংশীদারিত্ব বিশ্বব্যাপী আর্থিক দৃশ্যপটকে শক্তিশালী করবে।
প্রধানমন্ত্রী বলেন, ভারত গণতন্ত্রের জননী। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, তখন এটি কেবল নির্বাচন বা নীতি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ থাকে না। ভারত এই গণতান্ত্রিক চেতনাকে শাসনব্যবস্থার একটি শক্তিশালী স্তম্ভে পরিণত করেছে। গত দশকে, ভারত প্রযুক্তিকে গণতন্ত্রায়িত করেছে। আজকের ভারত, সবচেয়ে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্ত সমাজগুলির মধ্যে একটি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা